অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে সাবেক দুই আইজিপির বিরুদ্ধে হওয়া মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

  প্রতিনিধি 18 September 2024 , 11:02:45 প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত

 

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মী আবুল হোসেন বাবুকে ক্রসফায়ারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি মো. শহিদুল হক ও র‍্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদসহ ২৫ জন আসামীর বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে আদালত। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়া হয়।

 

বুধবার দুপুরে চীফ জুডিশিয়াল আদালতের গোমস্তাপুর আমলী আদালতের বিচারক আবু তালেব এই নির্দেশনা দেয়। মামলার বাদি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামের নিহত বিএনপি কর্মী আবুল হোসেন বাবুর স্ত্রী মোসা. জুলেখা বেগম। আদালতের আদেশের সময় তিনি উপস্থিত ছিলেন।

 

 

বাদিপক্ষের আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, বিএনপির কর্মী হওয়ার কারনে ২০১৮ সালের ০৫ সেপ্টেম্বর বিকেলে রহনপুর বাসস্ট্যান্ড মোড় থেকে আবুল হোসেন বাবুকে আটক করে র‍্যাব সদস্যরা। পরদিন সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বুকে চারটি গুলিবিদ্ধ মরদেহ ফেরত দেয়া হয় পরিবারের নিকট। রাজনৈতিক কারনেই এই হত্যাকান্ড বলে জানান মামলার বাদি জুলেখা বেগম।

 

আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করেছে আদালত। এর আগে গত ১২ সেপ্টেম্বর আদালতে এই মামলার আবেদন করেন জুলেখা বেগম।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ