প্রতিনিধি 27 June 2025 , 6:32:11 প্রিন্ট সংস্করণ
মোঃ মাহিদুল ইসলাম
জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ পালিত হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং সাধারন জনতার সমন্বয়ে সকালে র্যালি হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে “চক্র ভাঙো সংঘবদ্ধ অপরাধ রুখো” শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান (গুম্ভীরা) অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আব্দুস সামাদ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ মহোদয়, বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ, বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীগণ এবং সাধারন জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব চৌধুরী ইমরুল হাসান, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ।