অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শ্রী নীহার কান্ত দাস এর যাবজ্জীবন

  প্রতিনিধি 5 March 2025 , 10:52:26 প্রিন্ট সংস্করণ

মোঃসানাউল ইসলাম সোহাগ

 

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শ্রী নীহার কান্ত দাস নামের এক ব্যক্তিকে ২০১৮ সালের মাদকদ্রমন নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ৮(গ) ধারাই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ ) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।

 

শ্রী নীহার কান্ত দাস, পিতা- শ্রী নিমাই কান্ত দাস, গ্রাম-তানোয়ার হিন্দু পাড়া, থানা-তানোর জেলা-রাজশাহী ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন কেন্দুল মোরে বটগাছের নিচে পাকা রাস্তার উপরে তাহার পরিহিত ২টি জিন্স প্যান্টের মধ্যে ভিতরের পরিহিত জিন্স প্যান্টের পকেটে অবৈধ মাদকদ্রব্য ৭০০ গ্রাম হিরোইন ও একটি সাদা রংয়ের পুরাতন ব্যবহৃত RANGS J6 বাটন ফোন পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়। এ ব্যাপারে ডিএডি/জেসিও মোহাম্মদ মোক্তার হোসেন সিপিএসসি র‍্যাব ৫ রাজশাহী, বাদী হয়ে সদর থানায় ওইদিনই মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর মডেল থানার মোঃ ওসমান গনি এল আই (নিঃ) তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে শ্রী নীহার কান্ত দাস অভিযুক্ত করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ