অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

  প্রতিনিধি 26 December 2024 , 10:29:24 প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নাচোল পৌরসভার সাবেক কাউন্সিলর মূসা মিয়া (৬৫) নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের এরফান গ্রুপের পেট্রোল পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত মুসা মিয়া নাচোল বাসস্ট্যান্ড এলাকার ইউনুস আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে মুসা মিয়া মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে এরফান গ্রুপের পেট্রোল পাম্পের সামনে ট্রাক্টর ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে মোটরসাইকেলের আরোহী মুসা মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ