
আগামী ১৫ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ২ লাখ ৩২ হাজার ৮৪৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সোমবার (১০ মার্চ) দুপুরে সিভিল সার্জন অফিসের হলরুমে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. একেএম শাহাবাদ্দীন।
সিভিল সার্জন জানান, জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৩৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪ হাজার ৫০৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম বাস্তবায়নে ২ হাজার ৪১২ জন কর্মী নিয়োজিত থাকবে।
সরকারি হাসপাতাল ছাড়াও নির্ধারিত বিভিন্ন কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পরিচালিত হবে। যেসব শিশু নির্ধারিত দিনে ক্যাপসুল পাবে না, তাদের পরদিনও এ সুযোগ দেওয়া হবে।
প্রেসব্রিফিংয়ে জেলা ও উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মোঃ মাহিদুল ইসলাম
জেলা প্রতিনিধ চাঁপাইনবাবগঞ্জ
মোবাইল নং :-০১৭৮৪৬৯০৬২৯