প্রতিনিধি 18 August 2025 , 4:22:49 প্রিন্ট সংস্করণ
মোঃ ইসমাইল হোসেন নাচোল প্রতিনিধিঃ
মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা, পুলিশ সুপার , চাঁপাইনবাবগঞ্জ মহোদয়। পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ মহোদয় পুলিশ লাইন্স ড্রিল শেডে জুন ২০২৫ খ্রি. মাসের কল্যাণ সভায় সভাপতিত্ব করেন। তিনি অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জবৃন্দকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল), এএসপি (প্রবিঃ) সহ জেলার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ এবং জেলার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।