প্রতিনিধি 3 June 2025 , 5:51:03 প্রিন্ট সংস্করণ
ইয়াসিন আরাফাত
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্ত দিয়ে আটজনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ।
সোমবার (০২ জুন) দিবাগত রাত ৪টার দিকে ভারতের আলিপুর এলাকা থেকে তাদের পুশ-ইন করা হয়। তাদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট উপজেলার চাঁদ শিকারি সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ সদস্যরা আটজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে।বিজিবি তাদের আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এর আগে ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন করে বিএসএফ।