অন্যান্য

রাজনৈতিক ছদ্মবেশ ধারি নেতার বিরুদ্ধে ভি জি এফ এর চাউল চুরি অভিযোগ ( রফিকুল হাসান )

  প্রতিনিধি 17 June 2025 , 3:36:21 প্রিন্ট সংস্করণ


অভয়নগরে রফিকুল নামক এক ব্যাক্তি পোশাক এর মত পাল্টায় দলীয় পরিচয়, খবর নিয়ে জানা যায় সে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে কর্মরত আছেন


নিজস্ব সংবাদদাতা

দল বদলালেও বদলায়নি চরিত্র! অভয়নগরের রাজঘাটে বিতর্কিত শিক্ষক রফিকুলের হাসানের বিরুদ্ধে চাউল চুরির অভিযোগ, রাজনীতিতে সুবিধাভোগের চেষ্টায় তৎপর

এক সময় ওলামা লীগের ছায়ায়, পরে জামায়াতের ওয়ার্ড নেতা পরিচয় দিতেন  এখন বিএনপির ছায়ায় সুবিধা নিতে মরিয়া। বিতর্কিত শিক্ষক রফিকুল হাসানের বিরুদ্ধে রয়েছে ভিজিএফের চাউল আত্মসাতের অভিযোগ, যা বিদ্যালয়ের সহায়তায় ধামাচাপা দেওয়া হয়।

যশোর জেলার অভয়নগর উপজেলার রাজঘাট এলাকায় এক বিতর্কিত শিক্ষক মোঃ রফিকুল হাসান আবারো আলোচনায়। স্থানীয় রাজঘাট জাফরপুর স্কুলের এই শিক্ষক রাজনৈতিক পরিচয় বারবার পাল্টে সুবিধা নেওয়ার অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ উঠেছে। একসময় তিনি ওলামা লীগের নেতাদর ঘনিষ্ঠ ছিলেন, জুলাই বিপ্লবের পট পরিবর্তনের পর নিজেকে জামায়াতের স্থানীয় ওয়ার্ড নেতার ভূমিকায় দেখা যায়। এখন, রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন তিনি বিএনপির ছায়ায় আশ্রয় নিতে নানা সুবিধা আদায়ের চেষ্টা করছেন।

শুধু রাজনৈতিক অবস্থান নয়, রফিকুল হাসানের বিরুদ্ধে উঠেছে আরও গুরুতর অভিযোগ। ভিজিএফ কার্ডধারী হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত সরকারি চাউল থেকে একটি অংশ আত্মসাৎ করেন তিনি। স্থানীয়দের প্রতিবাদে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ ‘মীমাংসা’র নামে ধামাচাপা দেয়। যদিও এলাকার মানুষ বিষয়টি এখনো ভোলেনি।

 

এলাকার একাধিক সূত্র জানিয়েছে, রফিকুল হাসান সব সময় রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে নিজের অবস্থান মজবুত করার চেষ্টা করেন। আদর্শহীন এই প্রবণতা এখন অভয়নগরের সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে।

 

বিষয়টি নিয়ে রফিকুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি

 

শিক্ষকতা একটি মহান পেশা, যেখানে নৈতিকতা ও সততা অপরিহার্য। কিন্তু যখন সেই পেশার মানুষ রাজনৈতিক সুবিধা আদায়ে এভাবে বারবার মুখোশ বদলায়, তখন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজ উভয়ই ক্ষতির মুখে পড়ে। প্রশাসন ও শিক্ষা বিভাগকে এমন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ