অন্যান্য

চার লেনে রূপ নিচ্ছে গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ মহাসড়ক, কমবে ৪২ কিলোমিটার পথ

  প্রতিনিধি 30 August 2025 , 11:25:51 প্রিন্ট সংস্করণ

মোঃরায়হান মিয়া, কচুঁয়া (চাঁদপুর)

 

কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার মানুষের জন্য এ যেন এক নতুন স্বপ্নের শুরু। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সওজ এবং স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ এলজিইডি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই) – যৌথ উদ্যোগে প্রায় ৮০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীত ও বাক সরলীকরণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ১২ আগস্ট জারিকৃত সিনিয়র সহকারী প্রধান মুহম্মদ শামীম কিবরিয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করা হয়।

ঢাকা-কুমিল্লা-চাঁদপুর-লক্ষ্মীপুর সংযোগের এই মহাসড়ক উন্নীত হলে প্রায় ৪২ কিলোমিটার পথ কমবে, দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।

 

প্রকল্প অনুমোদনে সার্বিক সহযোগিতা করেছেন ঢাকাস্থ কচুয়া সমিতির সভাপতি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ও কচুয়ার কৃতি সন্তান ডা. মো. আমিনুল ইসলাম।

 

এর আগে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর জাতীয় সংসদ অধিবেশনে বিষয়টি প্রস্তাব করেছিলেন এবং পরবর্তীতে তা একনেকে অনুমোদন পেয়েছিল।

 

এ উন্নয়ন পরিকল্পনার খবরে তিন জেলার মানুষ উচ্ছ্বসিত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে হাট-বাজার সবখানেই বইছে আনন্দের জোয়ার।

 

স্থানীয়দের অভিমত, চার লেনে উন্নীত হলে শুধু সময় বাঁচবেই না, ব্যবসা-বাণিজ্যে আসবে গতি, বাড়বে কর্মসংস্থান এবং দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে খুলে যাবে নতুন দুয়ার।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ