মোঃ অমিদ হাসান
ঝিনাইদহ মহেশপুর উপজেলা গুড়দাহ বাজারে একটি ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। টিনের চাল কেটে দোকানে থাকা ৭টি মোবাইল, আনুমানিক ৫০ হাজার ও নগদ টাকাসহ বেশকিছু ইলেক্ট্রনিক্স দ্রবাদি চুরি করে নিয়ে গেছে। ওই দোকানের মালিক মোঃ সাগর হোসেন তাৎক্ষনিক সকালে দোকান খুলে দেখে সবকিছু চিহ্ন ভিন্ন হয়ে পড়ে আছে , বুধবার (২০ নভেম্বর) রাতে গুড়দাহ বাজার ইসলামীক ব্যাংকে পাসে অবস্থিত শাহাজান ইলেকট্রনিক স্টোর নামের ওই দোকানে এই চুরির ঘটনা ঘটে। দোকান মালিক সাগর জানান, গত মঙ্গলবার রাতে সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। বুধবার সকাল সোয়া ৯টার দিকে দোকানে তালা খুলে গিয়ে দেখি । পরে দোকানের ভেতরে ঢুকে দেখি সমস্ত মালামাল এলোমেলো এবং ক্যাশের ড্রয়ার খোলা। ইসলামী ব্যাংক সিসি ক্যামেরা চেক করে ধরা যায় নি চোর দোকানে মালিক জানান গুড়দাহ বাজারে সিকিউরিটি থাকতেও চুরি কিভাবে হয়েছে তা নিয়ে অভিযোগ করেছেন।