প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৩:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ১২:০১ এ.এম
চিলমারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

এস, এম হামিম সরকার নিরব। স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের চিলমারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে আক্কাস আলী (৪০) নামের এক ব্যক্তি মৃত্যু বরণ করেন। ঘটনাটি ঘটেছে, সোববার সকাল ১১ টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের কিসামত বানু খামারপাড়া এলাকায়। নিহত আক্কাস আলী ওই এলাকার ইসলাম মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকাল বাড়ির পাশে কদম গাছের ডাল কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আক্কাস আলী বিদ্যুৎতায়িত হয়ে গাছেই ঝুলছিল। ঝুলন্ত অবস্থায় তিনি মারা যান। পরে আশেপাশের লোকজন গাছের উপর থেকে তাকে নিচে নামিয়ে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানাহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহল্লাদার সুমন মিয়া।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.