অন্যান্য

চিলমারীতে তেল পরিমাপে কম দেওয়া, মূল্য তালিকা না টাঙিয়ে পণ্য বিক্রি ও নকল পণ্যসামগ্রী দোকানে রাখায় ৫১ হাজার টাকা জরিমানা করেছে ট্রাসফোর্স কমিটি

  প্রতিনিধি 12 November 2024 , 10:54:02 প্রিন্ট সংস্করণ

এস, এম হামিম সরকার নিরব, স্টাফ রিপোর্টারঃ সোমবার (১১ নভেম্বর) দুপুরে ট্রাসফোর্স কমিটি উপজেলার তিন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব জরিমানা করে।

এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুড়িগ্রামের সহকারী পরিচালক (অ. দ) এ এস এম মাসুম-উদ দৌলা।

তিনি জানান, ট্রাসফোর্স কমিটির বিশেষ অভিযানে পরিমাপে তেল কম দেওয়ায় মেসার্স সাগর ফিলিং স্টেশনকে ৪০ হাজার জরিমানা করা হয়। পরে থানাহাট বাজারে অভিযানে রাফি ট্রেডার্সকে চালের মূল্য তালিকা টাঙিয়ে না দেওয়ায় ৭ হাজার ও সাইফুল সুতাঘরকে নকল পণ্যসামগ্রী রাখায় ৪ হাজারসহ মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে কুড়িগ্রাম খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি কাদের বকসী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন, চিলমারীর সাব্বির রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এস, এম হামিম সরকার নিরব
স্টাফ রিপোর্টার, চিলমারী (কুড়িগ্রাম)
মোবাইলঃ 01984297720

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ