কুড়িগ্রামের চিলমারীতে রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকার পৃষ্ঠপোষকতা ও মেধাবী কল্যাণ সংস্থার সহযোগিতায় ৫০০ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমজানের বিশেষ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত সহায়তা কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি ছোলা বুট প্রদান করা হয়।
আরসিসি চিলমারী ও মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ নুরুল আলম উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, রেজাউল করিম, লিটন ইসলাম শাকিব, মেহেদী, তৌহিদুল, লিটন মিয়া প্রমুখ।
আরসিসি চিলমারীর বাস্তবায়নে প্রতিবছরের মতো এবারও গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় জনাব নুরুল আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং স্পন্সরকারী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।