অন্যান্য

চীন সফরে যাচ্ছেন দিশানায়েকে

  প্রতিনিধি 10 January 2025 , 2:32:33 প্রিন্ট সংস্করণ

 

নিউজ ডেস্ক

 

 

 

চীন সফরে যাচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। শুক্রবার (১০ জানিয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং জানিয়েছেন, দিশানায়েকে আগামী ১৪ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই সফর করবেন।একই দিনে আরেক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র গুও জিয়াকুন বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট দিশানায়েকের এটিই প্রথমবার চীন সফর। এটি চীন-শ্রীলঙ্কা সম্পর্কের উন্নয়নে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।সিজিটিএন জানিয়েছে, সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন দিশানায়েকের। এছাড়া চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

 

চীন ও শ্রীলঙ্কাকে ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে উল্লেখ করে গুও বলেন, ১৯৫৭ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে চীন-শ্রীলঙ্কা সম্পর্ক পরিবর্তিত আন্তর্জাতিক প্রেক্ষাপটের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দুই দেশ সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন বজায় রেখেছে, যা বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক উপকারী সহযোগিতার একটি ভালো উদাহরণ স্থাপন করেছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ