চুয়াডাঙ্গা ভালাইপুরে পাখি ভ্যান চালক আলমগীরের ২দিন নিখোঁজের পর লা'শ উদ্ধার। আলমডাঙ্গার হাটবোয়ালিয়া সড়কের আইন্দিপুর ছাতিয়ানতলা নামক স্থানের পাশে পাটের জাগের নিচে তার লা★শ পাওয়া যায়।তবে তার ব্যবহৃত পাখি ভ্যানটির সন্ধান মেলেনি। নি*হ*ত আলমগীরকে আলমডাঙ্গা থানার পুলিশ এসে মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। নি*হ*ত আলমগীর ভালাইপুর গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সাওারের ছেলে।
আলমগীর এর পরিবা তার হ*ত্যা*র সঠিক তদন্ত করে হ*ত্যা*কা*রীদের বিচারের আওতায় আনতে বলেন আলমডাঙ্গা থানা পুলিশ কে।
আলমডাঙ্গা থানা পুলিশ জানান আমরা এর সঠিক তদন্ত করে হ*ত্যা*কারীদের বিচারের আওতায় আনবো।