মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি :
৪০টি মোবাইল ফোন ও অনলাইন ট্রানজেকশনের ৯০ হাজার টাকা এবং ০৩টি ফেসবুক একাউন্ট উদ্ধার করেছে পিরোজপুর জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উদ্ধার করা ৪০টি মোবাইল ফোন, অনলাইন ট্রানজেকশনে ৯০ হাজার টাকা ও হ্যাকট হওয়া ০৩টি ফেসবুক অ্যাকাউন্ট প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছেন মর্মে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা সুপার খান মুহাম্মদ আবু নাসের।
পুলিশ সূত্রে জানা যায়, আনজিরা বেগমের বিদেশ থাকা স্বামীর ইমু হ্যাকট করে তার স্বামীর ইমু দিয়ে স্ত্রী আনজিরা বেগমের ইমুতে কল দিয়ে বিপদে পড়ার কথা বলে বিকাশে টাকা চাইলে স্ত্রী সরল বিশ্বাস করে অনলাইন ট্রানজেকশন এর মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। পরবর্তীতে স্বামীর সাথে কথা বলে জানতে পারেন তিনি ইমুর মাধ্যমে অনলাইন প্রতারণার শিকার হয়েছেন।
আনজিরা বেগম পরে পিরোজপুর সদর থানায় জিডি করলে পিরোজপুর জেলা পুলিশ কুষ্টিয়া থেকে তার ট্রানজেকশনে টাকা উদ্ধার করেন। ভুক্তভোগীরা তাদের মোবাইল, টাকা ও ফেসবুক একাউন্ট ফেরত পেয়ে জেলা পুলিশ সুপার সহ এর সাথে জড়িত সকল পুলিশ সদস্যদের কে ধন্যবাদ জানান।
পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের উদ্ধার হওয়া এসব জিনিসপত্র ভুক্তভোগীদের হাতে তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মুকিত হাসান খান সহ জেলা পুলিশের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
মোবাইল নং ০১৭১৪ ২৩৩ ৮০৫