অন্যান্য

চেতনায় বাংলাদেশ’-এর রিপোর্টে নড়েচড়ে বসলো কর্তৃপক্ষ: রাজনৈতিক দখলচেষ্টায় ইউনিয়ন দলনেত্রী বরখাস্ত

  প্রতিনিধি 19 August 2025 , 7:18:06 প্রিন্ট সংস্করণ

ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার

 

মাগুরার মহম্মদপুর উপজেলার বসুর ধুলজুরি গ্রামের আনসার ভিডিপি ক্লাবকে রাজনৈতিক দলীয় কার্যক্রমে ব্যবহারের অভিযোগে তোলপাড় শুরু হয়। বিষয়টি দৈনিক চেতনায় বাংলাদেশ -এ (১৯ আগস্ট) প্রকাশিত ‘আনসার ভিডিপির ক্লাব দখল করে জামায়াতের কার্যালয় করার অভিযোগ’ শিরোনামের প্রতিবেদনের পর আনসার ও ভিডিপি কর্তৃপক্ষের নজরে আসে।

 

এরপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিকভাবে তদন্তে নামে। প্রাথমিক তদন্তে জানা যায়, ক্লাব ঘরটি কোনোভাবেই বাহিনীর উপজেলা বা জেলা কার্যালয় থেকে ভাড়া দেয়া হয়নি। কিন্তু ইউনিয়ন দলনেত্রী ঝর্ণা পারভীন গোপনে অনুমোদন ছাড়াই ভাড়া দেওয়ার চেষ্টা করেছিলেন। খবর পেয়ে জেলা কমান্ড্যান্ট উপজেলা প্রশিক্ষক প্রতাপ রায়কে সরেজমিন তদন্তের নির্দেশ দেন।

 

তদন্তে রাজনৈতিক দলের কার্যক্রম বা সাইনবোর্ড না পাওয়া গেলেও বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়। ক্লাব ঘর তালাবদ্ধ করে বাহিনীর দখলে নেয়া হয়। জিজ্ঞাসাবাদে ঝর্ণা পারভীন স্বীকার করেন যে, তিনি নিজ উদ্যোগে ভাড়া দেওয়ার চেষ্টা করেছেন, যদিও কোনো লিখিত চুক্তি হয়নি।

 

কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া দায়িত্বের অপব্যবহার ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় ঝর্ণা পারভীনকে ইতোমধ্যে ইউনিয়ন দলনেত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্পষ্ট জানায়— বাহিনীর কোনো সম্পত্তি অনুমোদন ছাড়া ভাড়া বা ব্যবহারযোগ্য নয়। বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করা হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ