প্রতিনিধি 31 August 2025 , 12:05:43 প্রিন্ট সংস্করণ
যশোরের চৌগাছায় উপজেলার কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেও মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১ টায় উপজেলা কৃষি পরিষদ চত্তরে এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাবির হোসাইন।
এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান,কৃষি সম্পসারণ অফিসার এ জেড এম ওবায়দুল্লাহ ,কৃষিবিদ শামিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপসহকারি কৃষি কমৃকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন ।
কৃষি অফিস জানিয়েছে, ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাষকলাই ফসল উৎপাদন বৃদ্ধিও লক্ষে প্রতি জন কৃষক ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি করে মাষকলাই বীজ ৮০ জনকে রাসয়নিক সার ১০ কেজি ডিএপি,৫ কেজি করে এমওপি, সার পর্যয়ক্রমে বিতরণ করা হয়।