প্রতিনিধি 26 November 2024 , 11:29:51 প্রিন্ট সংস্করণ
সজীব সরদার (যশোর)
যশোরের অভয়নগরে একরাতে দুই বাড়ি থেকে দুইটি ছাগল জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা। তাছাড়া অপর একটি বাড়ির খুপি ভেঙে আটটি চিনাহাঁস চুরি করেছে চোর চক্রটি। রোববার দিবাগত রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামে তিন বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একতারপুর গ্রামের মতিয়ার রহমান শেখের ছেলে রবিউল ইসলামের বাড়ির গোয়াল থেকে একটি ছাগল বের করে নির্জন এলাকায় নিয়ে জবাই করে নাড়িভুঁড়ি ফেলে রেখে মাংস নিয়ে যায়। একই রাতে ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে মুরাদ হোসেনের বাড়ি থেকে আরেকটি ছাগল জবাই করে মাংস নিয়ে গেছে। এছাড়াও গ্রামতলা এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইমামুল ইসলামের আটটি চিনাহাঁস চুরি হয়ে গেছে। এ ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী।
উপজেলার একতারপুর গ্রামের মতিয়ার রহমান শেখের ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, আমার বড় একটি দাঁড়ি ছাগল জবাই করে মাংস নিয়ে গেছে। তারা মাংস নিয়ে গেছে এবং নাড়িভুঁড়ি ফেলে রেখেছে।
উপজেলার একতারপুর গ্রামের জমির বিশ্বাসের স্ত্রী মরিয়ম বেগম বলেন, প্রতিবছর শীতের সময় আমাদের গ্রামে চুরি বৃদ্ধি পায়। এর আগে আমার ছাগল ও হাঁস চুরি হয়েছে। আমি এই চোরদের দ্রুত ধরার জন্য পুলিশের সহযোগিতা চাচ্ছি।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।