অন্যান্য

ছাতক থানার অভিযানে ৯৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও দুইজন গ্রেফতার

  প্রতিনিধি 5 November 2024 , 3:03:55 প্রিন্ট সংস্করণ

সুমন আহমদ দোয়ারা বাজার সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশ অভিযান পরিচালনা করে পুলিশ ৯৫ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে। অভিযানে নেতৃত্ব দেন ছাতক থানার এসআই মোঃ আব্দুছ ছালাম এবং এএসআই মোঃ মাসুদ মিয়া।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন শুক্কুর আলী (৬০) ও মিছবাহ উদ্দিন ওরফে সিরাজ (২৫)। শুক্কুর আলীর বাড়ি ছাতক থানার দারোগাখালী গ্রামে এবং মিছবাহ উদ্দিনের বাড়ি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার চাটিবহর (পূর্বপাড়া) গ্রামে। বর্তমানে সে ছাতক থানার দারোগাখালী গ্রামে বসবাস করছিলো।
গতকাল ৩ নভেম্বর ২০২৪, রবিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার পুলিশ তাদের বসতঘরে অভিযান চালায়। অভিযানে ৪ হাজার ৭৫০ কেজি, অর্থাৎ ৯৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তিরা চিনি আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এই চিনি বাংলাদেশে আনা হয়েছে। এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ