জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ৯ মার্চ রবিবার এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে সংগঠনের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে।জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল পরিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয় আহবায়ক শাকিল আহমেদ ও সদস্য সচিব যীনাত মিয়ার নেতৃত্বে ক্যাম্পাসে দোয়া ও ইফতারের আয়োজন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং ছাত্রদলের ঐক্য ও সংহতির ওপর গুরুত্বারোপ করেন। জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ বলেন, রমজান কেবল আত্মশুদ্ধির মাস নয়, এটি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। ছাত্রদল এই শিক্ষা ধারণ করে আগামীর পথচলায় অগ্রসর হতে চায়।
ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের নেতা-কর্মীরা দলের প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
অনুষ্ঠানের আয়োজক জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল জানান, রমজানের পবিত্রতা ও শিক্ষাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। তারা আশা করেন, আগামী বছরগুলোতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
জাবিপ্রবি প্রতিনিধি, সারোয়ার হাসান সজীব।