সারোয়ার হাসান সজীব
ধর্ষণ, নারী হয়রানি ও নিপীড়ন,আইন শৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
সোমবার ১০ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হন।
বিক্ষোভে অংশগ্রহণকারী জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সমাজে ভয়াবহ পরিণতি হতে পারে। শিক্ষার্থীরা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
শিক্ষার্থী সাফিন আহমেদ বলেন, “একটা ধর্ষক শুধু শারীরিক বা দৈহিক ভাবেই মেয়েটির ক্ষতি করে না । যে ধর্ষন হয় সে তিলে তিলে শেষ হয়ে যায়। আজ আমরা আছিয়ার ধর্ষনের কথা জানতে পেরেছি , কিন্তু এমন অনেক মেয়ে আছে যারা নিজের এবং পরিবারের কথা চিন্তা করে কোথাও বিচার চাইতে পারে না। একজন ধর্ষনকারীর প্রতিটি দিন যে কতটি দুর্বিষহ তা শুধু সেই জানে।স্বাধীন বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি আমাদের বোনদের নিরাপত্তা এবং ধর্ষকের সর্বোচ্চ বিচার হিসেবে তার মৃত্যুদন্ড দেখতে চাই ।
আলোচনা সভায় ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল বলেন, “দেশের চলমান আইন শৃঙ্খলার পেছনে এ সরকারের অবহেলা রয়েছে আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি,আজ দেশের জনগন নিরাপদে বাইরে যেতে পারে না ধর্ষন,ছিনতাই,ডাকাতি তো আছেই।একটি অনির্বাচিত সকরার কখনোই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকুলে রাখতে পারে না,দেশের চলমান পরিস্থিতি সমস্যা নিরসনে দরকার দ্রুত নির্বাচিত সরকার।
আপনারা ইতিমধ্যে জেনেছেন মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর আইনজীবী নিয়োগ দিলেন দেশনায়ক তারেক রহমান।
দেশের মানুষের নিরাপওা নিশ্চিত এবং অধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা প্রস্তুত ।
একজন নারী শিক্ষার্থী বলেন, “আমরা চাই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক। শুধু প্রতিশ্রুতির মাধ্যমে নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।”
এছাড়াও আলোচনা সভায় বক্তারা ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা রাখার দাবি জানান।