অন্যান্য

ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান কারাগারে

  প্রতিনিধি 14 April 2025 , 7:35:01 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলায়মান আলী (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দি‌কে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করে পু‌লিশ। বিষয়‌টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

 

গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী বেরুবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

ওসি রেজাউল করিম রেজা বলেন, গত ৪ আগস্ট নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে।

 

এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি বাদী হয়ে ইউপি চেয়ারম‌্যান সোলায়মান আলীর নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -১। সেই মামলায় তাকে গ্রেফতার করে আজ সোমবার দুপুরে কু‌ড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ