প্রতিনিধি 19 October 2024 , 9:12:22 প্রিন্ট সংস্করণ
কুমিল্লার হোমনা থেকে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে নিহত সাগর হত্যায় ঢাকার সূত্রাপুর থানায় দায়ের করা মামালার হোমনার শিক্ষকসহ চার ভাইকে (চাচাতো) গ্রেফতার করেছে সেনাবাহিনী।
গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার সময় ক্যাপ্টেন শরিফুল ইসলাম ফুয়াদের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের কালিপুর গ্রামের নিজবাড়ি থেকে কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আকবর হোসেন ও তার তিন (চাচাতো) ভাই স্বপন, জিয়া, বাবুলকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৯ জুলাই নিহত সাগর হত্যার ঘটনায় মো. বাছিরুল ইসলাম খান বাদী হয়ে গত ১১ সেপ্টেম্বর শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১২৫ জন নামীয় অজ্ঞাত ৮০০/৯০০ জনকে আসামী করে ঢাকার সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং -৪, সেই মামলায় সহকারী শিক্ষক আকবর হোসেন তার (চাচাতো) ভাই, স্বপন,জিয়া,বাবুলকে (২০,২১,২২ ও ২৩) নম্বর আসামীকরা হয়।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) তাদের মুক্তির দাবীতে হোমনা উপজেলা শিল্পকলা একাডেমীর অস্থায়ী সেনা ক্যাম্পের গেইটের বাহিরে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী সহ সাধারণ জনগন বিক্ষোভ মিছিল সহ অবস্থান করেন।
এসময় তারা বলেন, আকবর হোসেন স্যার একজন জনপ্রিয় শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি কোন রাজনৈতিক দলের সমর্থক ছিলেন না। স্থানীয় এক ছাত্রদল নেতার পারিবারিক বিরোধের কারনে তার যোগসাজসে স্যারের পরিবারকে এ মিথ্যা মামলার জড়ানো হয়েছে। আমরা স্যার সহ সকলের মুক্তি দাবী করছি এবং ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে স্যারকে অব্যহতি দেয়ার আহবান জানাচ্ছি।
ক্যাপ্টেন শরিফুল ইসলাম ফুয়াদ জানান, গ্রেফতারকৃতরা ঢাকার সূত্রাপুর থানায় সাগর হত্যা মামলার আসামী। তাদের কে সূত্রাপুর থানায় প্রেরণ করা হয়েছে।