প্রতিনিধি 5 August 2025 , 1:34:05 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন
ছাত্র- জনতার ঐতিহাসিক গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর নেতৃত্বে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নগরকান্দা বাজারের পেট্রোল পাম্প চত্বর থেকে বিজয় র্যালি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এম এন একাডেমির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নগরকান্দা উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, দাউদুর রহমান ফকির ,যুবদল নেতা হেলালউদ্দীন হেলাল,তৈয়াবুর রহসান মাসুদ,মোহাম্মদ শাহাদাৎ হোসেন প্রমুখ