অপরাধ

ছাত্র-জনতা হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবলীগ নেত্রী দিয়াবাড়ীতে পুলিশের ফাঁদে, উঠছে প্রশ্ন রাজনৈতিক ছত্রচ্ছায়া নিয়ে

  প্রতিনিধি 5 May 2025 , 7:16:36 প্রিন্ট সংস্করণ

রাজ রোস্তম আলী সাভার (আশুলিয়া)

 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে অভিযুক্ত ও দীর্ঘদিন আত্মগোপনে থাকা আশুলিয়া থানা যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (৫ মে) বিকেলে রাজধানীর দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, “শাহনাজ পারভীনের নামে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামীকাল (৬ মে) তাকে আদালতে পাঠানো হবে।”

 

পুলিশের একাধিক সূত্র জানায়, রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে এতদিন আইনের চোখ ফাঁকি দিতে সক্ষম হয়েছিলেন শাহনাজ। তবে সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে যায়।

 

উল্লেখ্য, সরকারের বিরুদ্ধে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ও সাধারণ জনতার ওপর হামলা চালিয়ে বহু হতাহতের ঘটনায় সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতদের পরিবার ও আন্দোলনকারীদের দাবি, এসব ঘটনার প্রকৃত দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকদেরও শনাক্ত করতে হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ