প্রতিনিধি 1 September 2025 , 12:41:09 প্রিন্ট সংস্করণ
মোঃ বাবলু নন্দী
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, “জনগণের সমর্থন নিয়েই বিএনপি আবারও ক্ষমতায় আসবে।”
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের ষোলশহর ২ নং গেটস্থ বিপ্লব উদ্যানের শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লববেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
চসিক মেয়র আরও বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।