অন্যান্য

জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল আল আমিনের

  প্রতিনিধি 17 November 2024 , 8:53:19 প্রিন্ট সংস্করণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি,, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের

কোনাবাড়ি গ্রামের চানমিয়ার ছেলে আল আমিন ( ২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে গতকাল শুক্রবার এই ঘটনাটি ঘটে
আহতরা চিকিৎসা নিচ্ছেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল সদর হাসপাতালে

স্থানীয়দের বক্তব্য হলো কোনাবাড়ি গ্রামের রিপন শেখ ও আল মনসুর দের সঙ্গে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল, আল আমিন মনসুরদের সম্পর্কে চাচাতো ভাই তাদের মধ্য মাত্র ১২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন যাবৎ মনসুর ধলাপাড়া ইউনিয়নের
যুবলীগের ১নং ওয়ার্ডের সভাপতি, আর আল আমিন এর পরিবার বিএনপি পন্থী বহুবার ঐ জমি নিয়ে তাদের মধ্যে সালিশ হয়েছে এবং সালিশের রায় আল আমিন এর পক্ষেই ছিলো

কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে
সেই রায় তারা প্রত্যাখ্যান করে মনসুর গং
এই জমি নিয়ে আদালতে একটি মামলা হয়েছে, সেই মামলায় আদালত রায় প্রদান করে আল আমিন এর পক্ষে কিন্তু সেই রায়
তারা না মেনে জোরে জমি ভোগ দখলে নেয়
মনছুর এর লোকজন, এদিকে শুক্রবার তারা পারিবারিকভাবে এ বিষয়টি নিয়ে সমাধানের জন্য চেষ্টা করে কিন্তু সে রায় তারা না মেনে পরিকল্পিতভাবে আল আমিন এর উপর তারা হামলা করে, স্থানীয়রা বলেন আগে থেকেই তারা নারিকেল গাছের গোড়ায় মরিচের গুঁড়া ও অস্ত্র জমা রাখে মনসুর গং প্রথমে তারা মরিচের গুড়াঁ ছুড়ে মারে তাদের চোখে মুখে এবং কুপিয়ে যখম করে এতে আল আমিনের ভূরি বের হয়ে যায়, এবং আহত হন আরো তিনজন,

পরে স্থানীয়দের সহযোগিতায় আলামিনকে উদ্ধার করে ঘাটাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, এ ঘটনায় এলাকাবাসী জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তদের আটক করে ।
পরে অভিযুক্তদের পুলিশ গিয়ে তাদের দ্রুত থানায় নিয়ে যায়, এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
রকিবুল ইসলাম বলেন জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত হয়েছে এবং এ ঘটনায় ৬ জন কে আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ