ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের মুন্সী গ্রামে জমিজমা সংক্রান্তের জেরে প্রাণনাশের হুমকি অভিযোগ উঠেছে একই গ্রামের কাশেম ব্যাপারী গং এর বিরুদ্ধে।
এ বিষয় আবেদা খাতুর বাদি হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় দায়েরকৃত অভিযোগ জানা যায়, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ কাশেম ব্যাপারীর এর নের্তৃত্বে ৩/৪ জন জোরপূর্বক আমার স্বত্বদখলীয় জমিতে প্রবেশ করে এবং আমার একচালা টিনের ঘর ভাংচুর করে । বিবাদীরা আরো হুমকি দিয়া বলে , তোরা যদি এই জমিতে আসিস, তাহলে তোদেরকে মেরে ফেলার হুমকি দেয়।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।