অন্যান্য

জয়পুরহাটের কালাইয়ে আ’লীগ নেতার পা কেটে নিল প্রতিপক্ষ বিএনপি নেতা 

  প্রতিনিধি 17 November 2024 , 3:15:08 প্রিন্ট সংস্করণ

 

রাজশাহী বিভাগীয় প্রধান:-

 

জয়পুরহাট জেলার,কালাই উপজেলার ৪নং উদয়পুর ইউনিয়নের, ৬ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি,আমিনুল ইসলাম সোহাগ (৪০) এর ডান পা কেটে দিয়েছে বিএনপি’র কর্মী ওয়াদুুদ ও তার লোক জন, পূর্ব বিরোধ ও এলাকার আধিপত্য বিস্তার ও ট্রাক শ্রমিক ফেডারেশন নিয়ে সংঘর্ষের জেরে সোহাগ মিয়ার ডান পা কেটে অপর ডান হাত গুঁড়িয়ে দেয়া হয়েছে।

 

 

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নুনুজ বাজারে এ ঘটনা ঘটে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গুরুতর আহত অবস্থায় সোহাগ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷

 

 

অভিযুক্তরা হলেন, ওয়াদুদ (৫৫) শরাফতওয়ারেজ (৫০) শরাফত মিজু (৩৭) আবু বক্কর সিদ্দিক দিপু (৩৬) রফিকুল মুরশেদুল (৩৫) আলিপুর,ক্ষেতলাল,জয়পুরহাট ওহাব (৪৫) শরাফত রিপন (২৮) মহাসিন রাব্বি (২৫) মাহফুজার হুমায়ুন (৩৮) ওয়াদুদ বিল্লাহ (৩০) সাইদুর (৩৮) ।

 

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা য়ায়, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার ট্রাক শ্রমিক ফেডারেশন নিয়ে

স্থানীয় আ’লীগ নেতা ইউপি সদস্য সোহাগ মিয়া ও ওয়াদুদ গ্রুপের সঙ্গে শ্রমিক ইউনিয়ন ফেডারেশন নিয়ে বিরোধ চলছিল। (১৬ই নভেম্বর) শনিবার সন্ধ্যায় সোহাগ মিয়া নুনুজ বাজারে নুনুজ তিন মাথা মোড়ে ওয়াদুদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মোটরসাইকেল বেরিগেট দিয়ে এ হামলা করে ।

 

এ সময় ওয়াদুতের নেতৃত্বে ৭-৮ জন লোক তার উপর অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জনসমক্ষে প্রকাশ্যে সোহাগ মিয়ার ডান হাত-টি ভেঙে দেয় এবং ডান-পা দেহ থেকে বিচ্ছিন্ন করে এলাকা ত্যাগ করে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিগত কয়েক বছরে ওই এলাকায় উভয়ের দ্বন্দ্বে কয়েকটি হত্যাসহ কয়েক জন মানুষ আহত হয়েছে।

 

কালাই থানার ওসি জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পরিবেশ শান্ত রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ