
মোঃ মাসুদ রানা
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় জয়পুরহাট শহরে এই মিছিল অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন এবং নতুন কমিটির বিরুদ্ধে নানা স্লোগান দেন। মিছিলে বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটিতে এবং এটি ছাত্রদের প্রকৃত দাবির প্রতিফলন ঘটায় না।
বক্তব্য রাখতে গিয়ে আন্দোলনকারী বা আন্দোলনের নেতৃত্বদানকারী বলেন, “আমরা স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি চাই। নতুন কমিটিতে আমাদের মতামত উপেক্ষিত হয়েছে।
আন্দোলনকারীরা দ্রুত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন এবং দাবি মানা না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।