জয়পুরহাট জেলা থেকে:-
জয়পুরহাটের কালাই উপজেলা জামায়াত ইসলামী আয়োজনে কালাই বাসটেন্ড চত্বরে ১১ নভেম্বর সোমবার বিকাল ২টায় এক বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন বিগত ১৭ বছর পর আজ তারা উপজেলা সমাবেশ করতে পারছেন।
১৭ বছর ধরে তারা কোন সমাবেশ করতে পারেননি । বাংলাদেশ জামাতে ইসলাম ক্ষমতায় আসলে তারা সাংবাদিক সাগর-রুনি, বিডিআর বিদ্রোহ, আয়না ঘর এর মতো আর কোন হত্যা গুম খুন আর হবে না এই বাংলার মাটিতে। তারা বলেন গত পাঁচ আগস্টের এই স্বাধীনের পর জনগণ হত্যা গুম নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছে।
যা ১৯৭১ সালের পরে দ্বিতীয়বার ২০২৪ সালে দেশ স্বাধীন হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জামাতের বড় বড় নেতাদের ফাঁসি দিয়ে জামাতকে নিষিদ্ধ করে বাংলাদেশের মাটি থেকে জামাতকে উৎখাতের জন্য শেখ হাসিনা সরকার চেষ্টা করেছিল।
কিন্তু ছাত্র জনতা আন্দোলনের মুখে তা করতে পারেনি। এবং কিছু বড় বড় নেতাকে ফাঁসি দিয়েছে। জামাত ইসলামের বিভিন্ন নেতাদের নির্যাতন করেছে। প্রধান অতিথি হিসেবে ছিলেন জয়পুরহাট জামাত ইসলামের আমির ডাক্তার ফজলুর রহমান সাঈদ তিনি বলেন আমরা সেই সমাজ গঠন করতে চাই যা রাসূলে করীম সাল্লাল্লাহু সাল্লাম যে সমাজ গঠন করতে চেয়েছিলেন।
তিনি আরো বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের আইনের মাধ্যমে যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সেই কোরআনের আইনের মাধ্যমে আমাদেরকেও এই সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ সরকার ১৭ বছর ক্ষমতায় ছিল এই ১৭ বছর দেশের মানুষকে শোষণ করেছে কিন্তু ছাত্র-জনতার আন্দোলন মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণ জানাও জামাতে ইসলাম ক্ষমতায় গেলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠন করবে। সমাবেশ শেষে কালাই উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালাই উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের আমীর জননেতা ডাঃ ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারী মোঃ গোলাম কিবরিয়া, জেলা সাংগঠনিক সেক্রেটারী ও আগামী সংসদ নির্বাচনে জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, জেলা জামায়াতের শুরা সদস্য মাওঃ নূরুজ্জামান সরকার, কালাই উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ও মাস্টার মাওলানা মুনছুর রহমান, উপজেলা সেক্রেটারী প্রভাষক মোঃ আব্দুল আলীম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মওলানা ইমতিয়াজ আলী, উলামা মাশায়েখ সভাপতি মাওঃ মোজাফ্ফর রহমান, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ সাহেব আলী, মাত্রাই ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুস সোবহান, উদয়পুর ইউনিয়ন আমীর মোঃ আব্দুস সোবহান, সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মোঃ রকিব উদ্দিন, জিন্দারপুর আমীর মাওলানা মতিউর রহমান, পুনট ইউনিয়ন আমীর মোঃ আজিজুল হক, আহম্মেদাবাদ আমীর মোঃ গোলাম আজম, পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মোঃ আব্দুল হান্নান, উপজেলা শিবির সভাপতি মোঃ --- সহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ। এ নিউজ দেখা পর্যন্ত সমাবেশ অনুষ্ঠানটি চলছিল।