অন্যান্য

জলাবদ্ধ মানুষের মাঝে আমির হোসেন ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

  প্রতিনিধি 21 September 2024 , 3:29:13 প্রিন্ট সংস্করণ

মতিন গাজীঃ

যশোরের অভয়নগরে রোটারিয়ান আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবদহের জলাবদ্ধ এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগমারা এলাকার জলাবদ্ধ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভয়াবহ জলাবদ্ধতার শিকার ঐ এলাকার মানুষেরা খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক প্রভাতফেরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব আশরাফ হোসেন প্রিন্স, চলিশিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, ডা. রফিকুল ইসলাম, পাভেল বিশ্বাস, বশির বিশ্বাস ও রনজিত মল্লিকসহ অন্যন্যরা।

ইউপি সদস্য রবিউল ইসলাম রবি বলেন, আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন সব সময় সমাজের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংক্ষিপ্ত বক্তব্যে সদস্য সচিব আশরাফ হোসেন প্রিন্স বলেন, আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ জলাবদ্ধ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মানুষের পাশে থাকার এ ধারাবাহিকতা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ