অন্যান্য

জসিম উদ্দিন ভুইয়া কে  মনোহরপুর কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে আজীবন সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান

  প্রতিনিধি 6 January 2025 , 6:59:28 প্রিন্ট সংস্করণ

 

 

মনোহরপুর(মণিরামপুর)

প্রতিনিধি

 

মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নে সমাজ সেবা মুলক সংগঠন মনোহরপুর কল্যাণ ট্রাষ্ট।মনোহরপুর ইউনিয়ন এর সমজিদ,বিভিন্শিনক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নের রুপকার বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ জসিম উদ্দিন ভুইয়া কে মনোহরপুর কল্যাণ ট্রাষ্টের আয়োজনে মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজের রুমে শনিবার সকালে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।আজীবন সম্মাননা ক্রেষ্ট তুলেদেন মোহাম্মদ জসিম উদ্দিন ভুইয়ার হাতে সংগঠনের সকল কর্মকর্তারা।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

মনোহরপুর কল্যাণ ট্রাষ্টের সভাপতি মু মুরতজা আলী টুটুল,মো আসমত আলী গাজি,আবু বকর সিদ্দিক,অবসর প্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রনব কুমার সরকার, আ রহিম সরদার,আব্দুস সাত্তার বিশ্বাস, কাত্তিক চন্দ্র তরফদার,মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো হাফিজুর রহমান,ডা মো মোশাররফ হোসেন,জি এম শাহীদুজ্জামান,বিজন কুমার বিশ্বাস,আবু সাঈদ সিদ্দিক প্রমুখ

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ