অন্যান্য

জাজিরায় মাদক ব্যাবসায়ী দ্বারা চোখ তোলে ফেলার অভিযো

  প্রতিনিধি 7 September 2025 , 7:02:24 প্রিন্ট সংস্করণ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলার জাজিরার উপজেলার রুপবাবুর হাট এলাকায় বাঁশঝাড়ে নিয়ে রমজান মোল্লা (৩৮) এক ব্যক্তিকে চোখ উঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী সুমন সিকদারের বিরুদ্ধে ।শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় জাজিরা উপজেলার রুপবাবুর হাট এলাকায় এ ঘটনা ঘটে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর জাজিরায় মাদক ব্যাবসায়ী দ্বারা চোঁখ এবং হাত – পায়ের রগ কেটে ফেলার ঘটনা ঘটেছে ।
রমজান মোল্লা (৩৮ ) তিনি জাজিরা দক্ষিন বাইকশা এলাকার শফি মোল্লার পুত্র। স্থানীয় লোকজন পূব নাওডোবা রূপবাবুর হাট এলাকায় তাকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়।
মাটিতে পড়ে থাকা রমজান মোল্লার কাছে গিয়ে হাত পা কাটা ও চোখ উঠানো অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন পরে পুলিশকে খবর দেয় । ঘটনাস্থল থেকে রমজান মোল্লা কে পুলিশ উদ্ধার করে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন । তার অবস্থা আসংঙ্কা জনক বলে চিকিৎসকরা জানান। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা সন্দেহ ভাজন একজনকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন।
এ বিষয়ে রমজান মোল্লা সাংবাদিকদের বলেন সে আটরশি থেকে ফেরার পথে রূপবাবুর হাট এলাকায় গাড়ি থেকে তাকে নামিয়ে বাশঝাড়ে নিয়ে এলাকার মাদক ব্যবসায়ী সুমন সিকদার, শাহজাহান, বাচ্চু সুমন, সোহেল চৌকিদার সহ আরো কয়েকজন তাকে ঝোপের মধ্য নিয়ে চোখ উত্তোলন করে ফেলে পায়ের রক কেটে ফেলে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ এসে তাকে উদ্ধার করে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ মাদক বিক্রেতা সুমন সিকদারের বাড়ীতে আগুন দিয়ে বাড়ী ঘর পুড়িয়ে দেয়।এ বিষয়ে সোহেল চৌকিদারের কাছে জানতে চাইলে তার মুঠু ফোন বন্ধ পাওয়া যায় পরে তার বড় ভাই বি এন পি নেতা আলমগীর চৌকিদার মুঠু ফোনে বলেন যেই সময় ঘটনা ঘটে তখন আমরা জাজিরা থানায় ছিলাম সাথে সোহেল চৌকিদারও ছিল রমজান মোল্লার সাথে পুর্বে একটি মহিলাকে নেশা দ্রব্য দিয়ে রমজান সার্চ করেছিল এবং মহিলা থানায় অভিযোগ করেছিল তখন সোহেল চৌকিদার রমজানের বিপক্ষে অবস্থান নেয় তাতে রমজান সোহেল চৌকিদারের উপর ক্ষীপ্ত ছিল। তাই উদ্দেশ্যে প্রনোদিত ভাবে সোহেল কে ফাসানেরা চেষ্টা করা হচ্ছে পুলিশ তদন্তে সব বের হয়ে আসবে।এ বিষয়ে জানতে চাইলে পদ্মা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ