অন্যান্য

জাতীয়তাবাদী দলের পুনর্জাগরণে এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির: ঘাটাইলে নতুন দিগন্তের উন্মোচন

  প্রতিনিধি 31 October 2024 , 12:14:36 প্রিন্ট সংস্করণ

ঘাটাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা, যেখানে রাজনৈতিক ক্রান্তিলগ্নের স্রোতে দীর্ঘ সতের বছর ধরে সাধারণ জনগণ প্রত্যাশিত নেতৃত্বের অভাবে বিভ্রান্ত ছিল, সেখানে আজ আশার আলো জ্বালিয়েছেন এক নেতার প্রেরণায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের ঐকান্তিক প্রচেষ্টা ও উৎসাহে তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকরা সুসংগঠিত হয়ে নতুন উদ্যমে দলকে শক্তিশালী করে তুলছেন।

তৃণমূল কর্মীদের সাথে তার নিবিড় সম্পর্ক এবং সাহসী নেতৃত্বের কারণেই তাঁকে বিভিন্ন গায়েবী মামলার শিকার হতে হয়েছে। সেই কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে, দিনের পর দিন জনগণের সেবা ও দেশের উন্নয়নে নিবেদিত এই নেতা ঘাটাইলের রাজনৈতিক অঙ্গনে হয়ে উঠেছেন ভরসার প্রতীক।

ঘাটাইলে এডভোকেট ওবায়দুল হক নাসিরের গ্রহণযোগ্যতা আজ জনগণের মুখে মুখে। তাকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা বেড়ে গেছে, ঘাটাইলবাসীর আশা, তিনি আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সমৃদ্ধ এক আধুনিক ঘাটাইল নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর নেতৃত্বে ঘাটাইল হবে মাদকমুক্ত, সিন্ডিকেটমুক্ত, চাঁদাবাজিমুক্ত এক শান্তিপূর্ণ জনপদ।

এডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের সাথে আছেন এক ঝাঁক উদীয়মান তরুণ। তাদের প্রগতিশীল ও মানবিক চেতনায় সমৃদ্ধ ঘাটাইলের স্বপ্নে, সেই দিন আর দূরে নয়, যখন ঘাটাইল হবে উন্নত জীবনমান ও সুশৃঙ্খল সামাজিক পরিবেশের মডেল।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ