অন্যান্য

জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

  প্রতিনিধি 4 September 2025 , 4:03:10 প্রিন্ট সংস্করণ

সাকিব চৌধুরী চট্টগ্রাম

চট্টগ্রাম মিরসরাই উপজেলা ১২ নং খইয়াছরা ইউনিয়ন বি এন পি যুবদল , ছাএদল অঙ্গ ও সহযোগী সঙ্গঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন ১২ নং খইয়াছরা ইউনিয়ন বি এন পির নেতা , মোঃ মিয়া সাব , মোঃ মেজ বাউল আলম চৌধুরী । মো সাইফুল ইসলাম ভুইয়া , মোঃ নুরুল হুদা । মোঃ আবদুল কাদের জিলানী
মোঃ আলমগীর মোঃ আলাউদ্দীন , মোঃ লোকমান , মোঃ বেলাল হোসেন । মোঃ নুরুল হুদা আর্মি । ১২ নং ইউনিয়ন যুবদলের নেতা মোঃ রাসেল , মো কাজল , মোঃ সাইফুল । মোঃ এমরান । মোঃ মামুন । সেচ্ছাসেবী দলের নেতা , মোঃ দিলদার , মোঃ তোফাজ্জল হোসেন। মোঃ মাহফুজ।
নিজাম পুর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাএ দলের সদস্য সচিব মোঃ ফাহাত হোসেন । ১২ নং ইউনিয়ন ছাএ দলের সাবেক সভাপতি , মোঃ আরিফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ , মোঃ আল মামুন, মোঃ মাঈনুল হোসেন , মোঃ রকিব হোসেন । মোঃ রবিন , মোঃ রাকিবুল ইসলাম , মোঃ সাকিব হোসেন।
সকলের বক্তব্যে একটাই আলোচনা উঠে এসেছে সকল গ্রুপ উপ গ্রুপকে পরিহার করে দেশ নায়েক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষে প্রতিটি গ্রামে ও পাড়ায় গিয়ে দল যাকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনীত করবে তাকে জয়যুক্ত করার লক্ষে সবাই কে এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।
জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার সার্বিক সহযোগিতা করেছেন । মোঃ হারুন অর রশিদ ।
সদস্য
চট্টগ্রাম উত্তর জেলা যুবদল।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ