অন্যান্য

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন আবু সাঈদ লিওন

  প্রতিনিধি 13 May 2025 , 5:06:59 প্রিন্ট সংস্করণ

প্রতিবেদক: মোঃ হানিফ ইসলাম, নীলফামারী

জাতীয় নাগরিক পার্টি (N.C.P)-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান আবু সাঈদ লিওনকে দিনাজপুর অঞ্চলের দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর এই মনোনয়নে দলীয় নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

দলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, আবু সাঈদ লিওন দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি, সামাজিক সচেতনতা, এবং উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর দক্ষতা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

এই পদপ্রাপ্তিকে ঘিরে নীলফামারী জেলার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক সহকর্মী, ছাত্র-যুব সমাজ ও শুভানুধ্যায়ীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে ভূয়সী প্রশংসা করা হচ্ছে।

আবু সাঈদ লিওন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেটিকে সম্মান ও সততার সঙ্গে পালন করব। দিনাজপুর অঞ্চলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনগণমুখী করে গড়ে তোলার জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”

নীলফামারী জেলাবাসী আশা প্রকাশ করেছেন, আবু সাঈদ লিওনের এই নতুন দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে দিনাজপুর অঞ্চলে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ