অন্যান্য

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির

  প্রতিনিধি 31 May 2025 , 11:48:39 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে পরীক্ষার্থীদের জন্য তথ্য কেন্দ্র স্থাপন করা হয়।

পরীক্ষার দিন সকাল থেকেই তথ্য কেন্দ্রে স্বেচ্ছাসেবকরা পরীক্ষার্থীদের আসন বিন্যাস খুঁজে দেওয়া, মোবাইল ফোন ও ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র নিরাপদে সংরক্ষণ, কলম, পানি ও চকলেট বিতরণের মাধ্যমে পরীক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।

কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীদের মানসিক স্বস্তি ও পরীক্ষার প্রস্তুতিকে ফলপ্রসূ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও জানান, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অতীতেও পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম সরকারি কলেজ নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনার মাধ্যমে ছাত্রসমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ