অন্যান্য

জাতীয় মঞ্চে সেরার মুকুট, সোহানার পাশে দাঁড়াল জামায়াত

  প্রতিনিধি 26 May 2025 , 4:19:31 প্রিন্ট সংস্করণ

আবুল ওহাব, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এর ক্রীড়া ইভেন্টে ১০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে ইতিহাস গড়েছে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানা। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা এই ক্ষুদে অ্যাথলেটের অর্জন গর্বে ভরিয়ে দিয়েছে পুরো উপজেলা।

সোহানার বাবা একজন চায়ের দোকানি। অভাব-অনটনের ভেতরেও মেয়ের স্বপ্ন পূরণে কখনও পিছপা হননি। কিন্তু জাতীয় পর্যায়ে জয়ী হওয়ার পর মেয়ের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে দুশ্চিন্তা যখন গ্রাস করছিল পরিবারটিকে, তখনই সহায়তার হাত বাড়িয়ে দেয় জামায়াতে ইসলামী বাংলাদেশ, ২নং ইশানিয়া ইউনিয়ন শাখা।

সোমবার (২৬ মে) সকালে বিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল বাতেন ঘোষণা দেন—সোহানার ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত পুরো লেখাপড়ার ব্যয়ভার তারা বহন করবে।

তিনি বলেন, “এমন মেধাবী শিক্ষার্থীর প্রতিভা বিকাশে সমাজের প্রতিটি সচেতন মানুষের এগিয়ে আসা উচিত। আমরা চাই, আর্থিক অক্ষমতা কোনো শিশুর স্বপ্নের পথে বাধা না হয়ে দাঁড়াক।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ববি বলেন, “সোহানার জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, পরিবারের আত্মত্যাগ ও আমাদের শিক্ষকদের নিরলস প্রচেষ্টা। আজ যখন তার পাশে এমন একটি সংগঠন দাঁড়িয়েছে, সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে আনন্দ র‌্যালি বের হয়, যা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আশপাশের সড়কে ঘুরে আসে।

নিজ অনুভূতি জানাতে গিয়ে সোহানা বলে, “এই সাফল্য সৃষ্টিকর্তার কৃপা ও আমার শিক্ষক, পরিবার এবং এলাকার সবার সহযোগিতার ফল। আজ যারা আমার পাশে দাঁড়ালেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি দেশের জন্য আরও বড় কিছু করতে চাই।”

উল্লেখ্য, সোহানা উপজেলা পর্যায়ে প্রথম হয়ে জেলা ও বিভাগীয় পর্ব পেরিয়ে জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। তার এই অনন্য কীর্তি বোচাগঞ্জ উপজেলার ইতিহাসে এক গর্বময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

আবুল ওহাব
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
০১৭১৩৯২৬৩১৪
২৬/০৫/২৫ ইং

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ