অন্যান্য

জাবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

  প্রতিনিধি 14 April 2025 , 7:15:09 প্রিন্ট সংস্করণ

সারোয়ার হাসান সজীব

 

 

বৈশাখী বৈভবে, রাঙা হোক ধরা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আয়োজিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩২ এর বর্ণাঢ্য উৎসব।

 

১৪ এপ্রিল সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সূচনা করেন। পরে বিশ্ববিদ্যালয় চত্বরে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নানা রঙের ফেস্টুনসহ অংশগ্রহণ করেন।

 

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপাচার্য ও উপ-উপাচার্যের বক্তব্য ছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল গান, নৃত্য, বাউল গান এবং পুঁথি পাঠ।

 

পহেলা বৈশাখ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পিঠা ও খাবারের স্টল। পান্তা-ইলিশ, পায়েস, মৌসুমী ফল, জিলাপী, বাতাসা, খৈ, কদমা—সব মিলিয়ে এক সমৃদ্ধ খাবারের মেলা বসে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

 

আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ডিবেটিং সোসাইটির আয়োজিত রম্য বিতর্ক—‘আকাশেতে লক্ষ তারা, বিয়ের বাজারে আমি-ই সেরা’ এবং গ্রীন ভয়েস জাবিপ্রবি শাখার ঘুড়ি উৎসব। এছাড়া ক্রীড়া ও শরীরচর্চা বিভাগের তত্ত্বাবধানে শিক্ষক-কর্মকর্তাদের প্রীতি খেলা আয়োজনও ছিল উপভোগ্য।

 

দিনের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য ও উপ-উপাচার্য। র‍্যাফল ড্রয়ের মাধ্যমে শেষ হয় এই প্রাণবন্ত উৎসবের আনুষ্ঠানিকতা।

 

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মৌসুমী আক্তার ও ড. সৈয়দ নাজমুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ