রায়হান হোসেন
রায়পুর, (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার রায়পুর ৯নং দক্ষিন চর আবাবিল ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উদমার উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রায়পুর ৯নং ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন, রায়পুর উপজেলা সেক্রেটারি এড. আব্দুল আউয়াল রাসেল, জেলা শিবিরের সভাপতি মনির হোসাইন, প্রত্যেক ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ ৫ শতাধিক কর্মী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। ইনশাআল্লাহ।