প্রতিনিধি 14 February 2025 , 5:11:57 প্রিন্ট সংস্করণ
তোফাজ্জল ইসলাম —- সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার,সাচনা বাজার ইউনিয়নের, সাচনা-রামনগর বাজার রাস্তার কাজে নিম্নমানের ইট,পাথর, বালু ব্যবহারে ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে
সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠন , সচেতন সাচনাবাজার ইউনিয়নবাসী, স্বপ্ননীড় সমাজ কল্যাণ পরিষদ ও ফতেপুর সমাজ কল্যান যুব সংঘের ব্যানারে সাচনা বাজার মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে তোফাজ্জল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-স্বপ্ননীড় সংগঠনের উপদেষ্টা জাকির হোসেন, সভাপতি সেলিম আহমেদ, সুপার সিক্সটির সহ-সাংগঠনিক আবতাহিনূর খান উদয়, ফতেহপুর সমাজ কল্যান যুব সংঘের সভাপতি মাওলানা মতিউর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তরা বলেন,সাচনা-রামনগর বাজারের রাস্তা একটি গুরুত্বপূর্ণ , কারণ মধ্যবর্তী দূর্লভপুরে সাচনা বাজার ইউনিয়ন পরিষদ অবস্থিত তাই ইউনিয়নের সকল জনগন এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বিগত অনেক বছর চরম ভোগান্তির মাধ্যমে কেটেছে এই বাঙ্গা রাস্তা নিয়ে, তাই এই জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজে বালু, পাথর, ইটসহ নিম্নমানের সামগ্রী অবিলম্বে পরিবর্তন করে ভালো মানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ করার দাবি জানান।
না হলে এরকম দূর্নীতির মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানে বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একদিকে রাস্তার কাজ করছে অন্যদিকে তা ভেঙে যাচ্ছে।
রাস্তার কাজের মান উন্নয়নেরউপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে সংগঠনের নেতারা।