তোফাজ্জল ইসলাম
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল থেকে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ১,৪২০টি দরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ। এছাড়া ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ শান্তনা বেগম, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাহের আহমেদ, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন, ইউপি সচিব গুনেন্দ্র কুমার তালুকদার, সংরক্ষিত মহিলা সদস্য ঝরনা বেগম, সদর ইউপি সদস্য মো. মুমিন মিয়া, আতিকুল ইসলাম এবং ইউপি উদ্যোক্তা হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ জানান,
বেহেলী ইউনিয়ন ১৯৭০ সদর ইউনিয়ন ১৪২০ ফেনারবাক ইউনিয়ন ৩০২১ সাচনা বাজার ইউনিয়ন ১৩৫৪ ভীমখালী ইউনিয়ন ১৪৬২ উত্তর ইউনিয়ন ১২৪৮ ছয়টি ইউনিয়নের মোট ১০,৭৭৫টি দরিদ্র পরিবারের মধ্যে মাথাপিছু ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।
একই দিনে ছয়টি ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে এই চাল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।