অন্যান্য

জামালগঞ্জে মিনি নাইট ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ৫

  প্রতিনিধি 15 March 2025 , 5:17:19 প্রিন্ট সংস্করণ

 

তোফাজ্জল ইসলাম ——— সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

সুনামগঞ্জের জামালগঞ্জে মিনি নাইট ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাটি লালপুর ও কালাগুজা গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় ২০-২৫ দিন আগে মিনি নাইট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার রাতে ভাটি লালপুর ও ফেনারবাঁক গ্রামের মধ্যে খেলা হওয়ার কথা ছিল।

 

বুধবার রাতে খেলার আগে ভাটি লালপুর গ্রামের খেলোয়াড় মাসুম ও তার কয়েকজন সঙ্গী মাঠে যান। সেখানে খেলা পরিচালনা কমিটির সদস্য ও কালাগুজা গ্রামের বাসিন্দা তানভীর জানান, ওই রাতে খেলা হবে না। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

 

প্রথম দফার সংঘর্ষে ভাটি লালপুর গ্রামের মাসুম, সানি ও শিপন আহত হন। পরে খবর পেয়ে ভাটি লালপুর গ্রামের প্রায় ২০-২৫ জন কালাগুজা গ্রামে গেলে, উভয় পক্ষের মধ্যে আবার সংঘর্ষ বাঁধে। এতে কালাগুজা গ্রামের আশরাফুল আলম ও রাসেল মিয়া আহত হন।

 

সংঘর্ষ চলাকালে কালাগুজা গ্রামের মসজিদের মাইকে ডাকাত হানার ঘোষণা দেওয়া হলে গ্রামবাসী সতর্ক ও নিস্তব্ধ হয়ে যায়।

 

ঘটনার পর ভাটি লালপুর গ্রামের স্বপন মিয়া (৩২) বাদী হয়ে কালাগুজা গ্রামের মোখলেছ মিয়া (৫৫), দ্বীন ইসলাম (৩৫), আল ইসলাম (৩৩), তানভীর মিয়া (২৬) সহ ১৫ জনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

 

এ বিষয়ে জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ উল্লাহ জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ