তোফাজ্জল ইসলাম --- সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে , ঈদ সামগ্রী বিতরণ করেছে সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠন। দৈনন্দিন খেটে খাওয়া সাধারন মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতে সংগঠনটির সভাপতি আরিফ আল মাহফুজ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বারব এবং সুপার সিক্সটি বহিঃবিশ্ব কমিটির টিমলিডার নাজিমুদ্দিন সহ বহিঃবিশ্ব কমিটির সকল সদস্যদের আর্থিক সহযোগিতায় (২৫-০৩-২০২৫)ইং- রোজ মঙ্গলবার দুপুর ১২-৩০ মিনিটে সুপার সিক্সটি সংগঠনের স্থায়ী কার্যালয়ে জামালগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। প্রত্যেক টি পরিবার মাঝে সেমাই, চিনি,দুধ,ময়দা,সয়াবিন তেল,পিঁয়াজ, রসুন,আলু,লবণ ইত্যাদি বিতরণ করেন সুপার সিক্সটি সংগঠন।
সুপার সিক্সটি সংগঠনের প্রধান সমন্বয়ক তাহের আহমেদের সভাপতিত্বে ও সাচনা বাজার ইউনিয়ন টিমলিডার রাহাদ আলম হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুপার সিক্সটির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবতাহিনূর খান উদয় এবং জামালগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ।
তাছাড়া উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সদর ইউপির টিমলিডার বায়োজিদ আহমেদ মারুফ, জামালগঞ্জ উত্তর ইউপির টিমলিডার মোহাম্মদ লিমন, সাচনা ইউপির টিমলিডার রাহাদ আলম হৃদয়, বেহেলী ইউপির ভারপ্রাপ্ত টিমলিডার আবু ইউসুফ নাঈম, ভীমখালি ইউপির টিমলিডার খোকন মিয়া, ফেনার বাক ইউপির ভারপ্রাপ্ত টিমলিডার আসমাউ সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।
এছাড়া সংবাদ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,
জামালগঞ্জ প্রেস সভাপতি শাহীন আলম ও প্রচার সম্পাদক সাদিকূর রহমান স্বাধীন খান।
এসময় সংগঠনের সাংগঠনিক দায়িত্বে যারা আছেন তারা সভাপতি ও সাধারণ সম্পাদক ও বহিঃবিশ্ব কমিটির টিমলিডার সহ সকল সদস্যের শ্রদ্ধার সাথে স্বরণ করেন এবং তাদের এই সহযোগিতায় উপজেলায় মহতি উদ্যোগ নিতে পেরে তারা গর্ববোধ করেন।
সভাপতি মহোদয় জানান যে ভবিষ্যতে আরো সুন্দর, সুষম বন্টনের মাধ্যমে নতুন রূপে সবার মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ।