প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৬:৪৫ পি.এম
জামালগঞ্জে ৫০পিচ ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী আটক

তোফাজ্জল ইসলাম
জামালগঞ্জে ৫০পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা।
সোমবার রাতে ভীমখালী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মঈনুল হকের ছেলে আমির হামজা(২৪),একই গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে সহিবুর রহমান(২৫)।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়,আমির হামজা ও সহিবুর মোটরসাইকেল যোগে বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রি করার উদ্দেশ্য আসলে জামালগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছ থেকে পলিথিনের কাগজে মোড়ানো ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে। এসময় তাদের সাথে থাকা মোটরসাইকেলও জব্দ করা হয়।
এবিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাইফুল ইসলাম জানান, দুইজনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.