অন্যান্য

জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি কর্মশালা ও প্রবেশপত্র বিতরণ

  প্রতিনিধি 19 June 2025 , 5:46:49 প্রিন্ট সংস্করণ

তোফাজ্জল ইসলাম — সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতি বিষয়ক কর্মশালা ও প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ শিক্ষকমণ্ডলী, যাঁরা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, পরীক্ষার নীতিমালা, কেন্দ্রের আচরণবিধি ও মানসিক প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রভাষক মো. মুজিবুর রহমান।

বক্তব্য প্রদান করেন—প্রভাষক মো. আব্দুল করিম,মনোব্রত চক্রবর্তী,কাজল চন্দ্র সাহা,শামসুদ্দিন আহমদ,মীর মোশাররফ হোসেন,মোহাম্মদ আবুওবায়দা নাদিম ও মো. রফিকুজ্জামান।

বক্তাগণ পরীক্ষার পূর্ব প্রস্তুতির কৌশল, মানসিক দৃঢ়তা বজায় রাখা, প্রশ্নপত্র মোকাবেলায় আত্মবিশ্বাস এবং কেন্দ্রের নিয়ম-কানুন অনুসরণ সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দেন।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ থেকে মোট ৬৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
এর মধ্যে—

মানবিক বিভাগে: ৫৮৮ জন

ব্যবসায় শিক্ষা বিভাগে: ২৮ জন

বিজ্ঞান বিভাগে: ৪৪ জন শিক্ষার্থী।

পরীক্ষা অনুষ্ঠিত হবে জামালগঞ্জ উপজেলার দুটি কেন্দ্রে:
১। জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
২। জামালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র

প্রধান অতিথি ইউএনও মুশফিকীন নূর তাঁর বক্তব্যে বলেন, এইচএসসি জীবন গঠনের অন্যতম ধাপ। নিয়মমাফিক প্রস্তুতি, মনোযোগ এবং আত্মবিশ্বাস থাকলে সফলতা আসবেই। শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সুজিত রঞ্জন দে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিযোগিতার এই সময়ে আত্মনির্ভরতা, সময়ানুবর্তিতা ও অধ্যবসায়ই সফলতার মূল চাবিকাঠি। আমাদের শিক্ষকবৃন্দ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে আপনাদের পাশে আছেন।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে একটি শিক্ষাবান্ধব ও অনুপ্রেরণামূলক পরিবেশ বিরাজ করে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ