প্রতিনিধি 27 November 2024 , 5:55:07 প্রিন্ট সংস্করণ
সাজ্জাদ হোসেন জামালপুর:
জামালপুরের ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন আসিফ ইসলাম ও ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে পৌর এলাকার বেপারী পাড়া অভিযান চালানো হয়।
অভিযানে মাদক ব্যবসায়ী খোরশেদ আলমের পুত্র খুশু বেপারী,বাউল বেপারীর পুত্র পাক বেপারী,খুশু বেপারীর পুত্র আব্দুল আহাদ,পাক বেপারীর পুত্র মানিক বেপারী ও তুরফানকে আটক করে যৌথ বাহিনী।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ সংবাদ সম্মেলনে বলেন- তিনটি বাড়িতে তল্লাশী চালিয়ে ১শত গ্রাম হেরোইন, ৫০পিছ ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ১টি দা, ১ টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি,১টি ছুড়ি, ১টা কুড়াল,৬ টি মটর পাম্প,ও নগদ ২ লক্ষ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক,চুরি ও অস্ত্র মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে