অন্যান্য

জামালপুরে আবু সাঈদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা আকাশসহ ৩ জন গ্রেপ্তার করেন পুলিশ

  প্রতিনিধি 16 February 2025 , 4:00:13 প্রিন্ট সংস্করণ

মোঃরাকিব হাসান
জামালপুরে আবু সাঈদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা আকাশসহ ৩ জন গ্রেপ্তার করেন পুলিশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশসহ আরও ২ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্টের অভিযানে শনিবার গভীর রাতে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পৌর এলাকার গঙ্গাপাড়া তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।
উল্লখ্য জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আকাশ নিজ বাড়িতে আত্মগোপনে থাকেন। পুলিশ সূত্রে জানা যায়, তিনি আবু সাঈদ হত্যা মামলায় একজন অভিযুক্ত আসামী।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ গণমাধ্যমকে জানান তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও অভিযান পরিচালনার সময় ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ